ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে চুরি হওয়া ট্রাক ঝিনাইদহে উদ্ধার, আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
গাজীপুরে চুরি হওয়া ট্রাক ঝিনাইদহে উদ্ধার, আটক ৩

গাজীপুর: গাজীপুরে চুরি হওয়া ট্রাক ঝিনাইদহ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকার মীর মনোয়ার আলী পিরুর ছেলে মো. মীর হাসান (৩২), কুষ্টিয়া সদর থানার বারাদি মাঠপাড়া এলাকার মৃত সোবাহান মৃধার ছেলে আনোয়ার হোসেন (৪৭) ও একই থানার বারোখাদা এলাকার মহর আলী শেখের ছেলে রিন্টু আলী শেখ (৩৫)।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ১০ দিনের রিমান্ড আবেদন করে আটকদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনগত রাতে ট্রাকটি উদ্ধার করে কোনাবাড়ী থানা পুলিশ।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত ইমতিয়াজ জানান, গত ২১ নভেম্বর রাতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার আমবাগ এলাকা থেকে একটি ট্রাক চুরি হয়। এ ঘটনায় ট্রাকের মালিক জসিম উদ্দিন বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলায় তার নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ পরানসহ অভিযান চালায়। এক পর্যায়ে বৃহস্পতিবার যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে ওই ট্রাকের কিছু অংশ বিশেষ উদ্ধার করা হয়। পরে রাতে ঝিনাইদহ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এসময় ট্রাক চুরির সঙ্গে জড়িত থাকায় তিনজনকে আটক করা হয়েছে। একটি চক্র ট্রাকটি চুরি করে যশোরে নিয়ে যায়। সেখানে ট্রাকের বডি কেটে ফেলে। পরে ট্রাকটি ঝিনাইদহ থেকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।