ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবালয়ে জিসান হত্যার ঘটনায় ৫ আসামি দুই দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
শিবালয়ে জিসান হত্যার ঘটনায় ৫ আসামি দুই দিনের রিমান্ডে প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে প্রেমের ঘটনায় মোবাইল ছিনতাইয়ের জেরে কলেজছাত্র তানভীর আহাম্মেদ জিসানকে হত্যার অভিযোগে গ্রেফতার পাঁচ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে আসামিদের সাত দিন রিমান্ড চেয়ে আদালতে পাঠালে চিফ জুডিসিয়াল আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 নিহত জিসান ঢাকার মোহাম্মদপুরের কাদেরাবাদ এলাকার শাহিন আলমের ছেলে এবং মোহাম্মদপুর হাজী মুকবুল হোসেন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

গ্রেফতাররা  হলেন- শিবালয় উপজেলার পাচুরিয়া এলাকার জুলহাসের ছেলে রাব্বি হোসেন ওরফে প্রান্তিক (১৮), ছোট শাকরাইল এলাকার ঝাড়ু মোল্লার ছেলে নাজমুল (১৮), সমেজ মোল্লার  ছেলে শরিফ হোসেন (১৮) জামাল মোল্লার ছেলে আজিজুল (১৮) ও ঢাকাইজুড়া এলাকার শামীম হাসানের ছেলে হাসিবুন হাসান (১৮)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৫ তারিখে জিসান ঢাকা থেকে নানাবাড়ি যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে  নিখোঁজ হন। জিসানের পরিবার তাকে অনেক খোঁজাখুজির পর না পেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।  

এদিকে গত ১৮ তারিখে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জিসানের পরিবার জামা-কাপড় দেখে অজ্ঞাত যুবককে জিসান বলে শনাক্ত করেন। পরে বিষয়টি ঢাকার মোহাম্মদপুরের পুলিশের মাধ্যমে শিবালয় থানায় বিষয়টি অবগত করে। এ ঘটনায় শিবালয় থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার সারারাত অভিযান পরিচালনা করে আসামিদের আটক করে।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আশীষ কুমার সান্যাল বাংলানিউজকে বলেন, নিহত জিসানের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পাঁচ আসামিকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। চিফ জুডিসিয়াল আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
                                                                                                                                
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
 আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।