ঢাকা: স্বাধীনতার পর সত্তর, আশি ও নব্বইয়ের দশকে আলী যাকের শুধু বাঙালি সংস্কৃতিকে ধারণই করেননি, তিনি বাঙালি সংস্কৃতিকে প্রস্ফুটিত করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ আছর বনানী কবরস্থানে খ্যাতিমান অভিনেতা বীর মুক্তিযোদ্ধা আলী যাকেরের নামাজে জানাজা শেষে তার মরদেহে শ্রদ্ধা নিবেদনের পর এ মন্তব্য করেন তিনি।
ডিএসসিসি মেয়র বলেন, আলী যাকের রণাঙ্গনের শব্দসৈনিক, বীর মুক্তিযোদ্ধা এবং মঞ্চনাটকের দিকপাল। তিনি মননে মুক্তিযুদ্ধের চেতনাকে যেমনি ধারণ করেছেন তেমনি শিল্প-সংস্কৃতিতেও মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যু আমাদের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।
শেখ ফজলে নূর তাপস বলেন, আলী যাকেরের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, জাতি শোকাহত। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
আরকেআর/ওএইচ/