হবিগঞ্জ: আরব আমিরাতের শারজাহ শহরে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আব্দুল গফুর (৩৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।
বাংলাদেশ সময় শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল গফুর শারজাহ শহরের বাসা থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। পথে একটি দ্রুত গতির গাড়ির ধাক্কায় তিনি মারা যান। তার মরদেহের পাশে সেখানে অবস্থানরত কয়েকজন বাঙালি রয়েছেন।
নিহতের ভাই আব্দুস সাত্তার বাংলানিউজকে জানান, প্রায় ৩০ বছর ধরে শারজাহ শহরে থাকেন আব্দুল গফুর। আড়াই বছর আগে তিনি ছুটিতে এসেছিলেন। আগামী ১৫ দিনের মধ্যে আবার ছুটিতে আসার কথা ছিল। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, গত ৫ নভেম্বর আব্দুল গফুর নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। যাতে লেখা রয়েছে আগামী এক মাস পর আমি একেবারে দেশে চলে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন। কারো কাছে কোনো ভুল-ত্রুটি করে থাকলে ক্ষমা করে দেবেন।
কিন্তু একেবারে না ফেরার দেশেই চলে গেলেন তিনি।
বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এসআই