ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।

তার বয়স আনুমানিক (৬৫) বছর।

শনিবার (২৮ নভেম্বর) সকলে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সরকারি উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম জানান, কালীগঞ্জের বালীগাঁও এলাকায় টঙ্গী-ভৈরব রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। পরে সকালে এলাকাবাসী ওই এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ মর্গে পাঠানো হবে। নিহতের পরনে চেক লুঙ্গি ও ফুল হাতা কালো গেঞ্জি রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
আরএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।