ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গ্রেফতারের ১৭ দিন পর মুক্তি পেলেন রাবি সাংবাদিক বাপ্পী

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
গ্রেফতারের ১৭ দিন পর মুক্তি পেলেন রাবি সাংবাদিক বাপ্পী

রাবি: তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার হওয়ার ১৭ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানিক রাইহান বাপ্পী।  

সোমবার (৩০ নভেম্বর) জামিন আদেশ কারাগারে পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে রাতে মুক্তি পান তিনি।

গত ২৬ নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালত এই সাংবাদিকের জামিন মঞ্জুর করেন। রাবি প্রেসক্লাবের সভাপতি সালমান শাকিল এ তথ্য নিশ্চিত করেন।

সালমান শাকিল বাংলানিউজকে বলেন, সাংবাদিক বাপ্পীর আইনজীবী শেখ আলি আহমেদ খোকনের করা জামিন আবেদন শুনানির পর আগামী ১৩ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করা হয়েছে। সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আল শামস জগলুল জামিন মঞ্জুর করেন।

জানা যায়, ৫ বছর আগে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা এক মামলায় গত ১৩ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজ বাড়ি হতে গ্রেফতার হন সাংবাদিক বাপ্পী।

‘রাবির আবাসিক শিক্ষকের বিরুদ্ধে হলে সিট বাণিজ্যের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করায় ২০১৫ সালে ২৪ অক্টোবর যুগান্তরসহ ১৬টি পত্রিকার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করেন শহীদ সোহরাওয়ার্দী হলের তৎকালীন আবাসিক শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক কাজী জাহিদুর রহমান।

পরবর্তীতে তদন্ত শেষে এই মামলায় দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদ সম্পাদক লিয়াকত আলীসহ আরও ৫ সাংবাদিককে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।