ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে স্বেচ্ছাসেবক লীগের চার ইউনিটের কমিটি বাতিল, বহিষ্কার ৫

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
বরিশালে স্বেচ্ছাসেবক লীগের চার ইউনিটের কমিটি বাতিল, বহিষ্কার ৫

বরিশাল: দলীয় শৃংখলা ভঙ্গ ও অসাংগঠনিকভাবে পরিচালিত হওয়ার কারণে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের কমিটিসহ উলানিয়া ইউনিয়ন এবং চাঁনপুর ইউনিয়ন কার্যকরী কমিটির কার্যক্রম বাতিল করা হয়েছে।

সোমবার স্বেচ্ছাসেবক লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক শহিদুল আলম মনির স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এছাড়াও সোমবার (৩০ নভেম্বর) থেকে উলানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মিঠু, সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি হাবিবুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক ইয়াছিন রাজুকে উলানিয়া ইউনিয়ন এবং গোবিন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক তারেক সরদারকে সংগঠন থেকে বহিস্কার করা হয়।

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক লীগ সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এমএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।