ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন আহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন আহত প্রতীকি ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা ২জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে।

 

তাদের নাম ঠিকানা এখনও জানতে পারেনি পুলিশ। দু’জনের অবস্থা আশঙ্কামুক্ত নয়।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ওপরে তিন লাইনের মুখে এই দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই দু’জনকে খিলগাঁও থানা পুলিশ খিদমাহ হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বাবলুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খিলগাঁও ফ্লাইওভারের ওপরে তিন রাস্তার লাইনের মাঝে তারা দুর্ঘটনায় আহত হয়। কিভাবে তারা দুর্ঘটনায় আহত হয়েছে, এখনও তা বিস্তারিত জানা যায়নি। তবে তারা দু’জনই মোটরসাইকেলে ছিল। এদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে। তাদের বয়স আনুমানিক ১৯ থেকে ২২ এর মধ্যে। সংবাদ পেয়ে দ্রুত সেখান থেকে তাদের দু’জনকে উদ্ধার করে খিদমাহ হাসপাতালে নেওয়া হয়। এখন সেখান থেকে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা ভেরি ক্রিটিক্যাল।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এজেডএস/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।