ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে পার্বত্য শান্তিচুক্তি দিবস উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
বরিশালে পার্বত্য শান্তিচুক্তি দিবস উদযাপিত বরিশালে পার্বত্য শান্তিচুক্তি দিবস উদযাপিত

বরিশাল: বরিশালে নানা আয়োজনে পার্বত্য শান্তিচুক্তি দিবস উদযাপিত হচ্ছে।

বুধবার (২ ডি‌সেম্বর) সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রমের সূচনা হয়।

জেলা ও মহানগর আওয়ামী লীগের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাসহ অন্য নেতারা। এরপর শান্তির প্রতীক পায়রা ওড়ানো হয়।

বিকেলে দিবসটি নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে সোহেল চত্বরে। সেখানে নগরী ও জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ডি‌সেম্বর ০২, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।