ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বকেয়া বেতনের দাবিতে প্রেসক্লাবে পোশাক শ্রমিকদের অবস্থান 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
বকেয়া বেতনের দাবিতে প্রেসক্লাবে পোশাক শ্রমিকদের অবস্থান  প্রেসক্লাবের সামনে পোশাক শ্রমিকদের অবস্থান 

ঢাকা: ১১ মাসের বকেয়া বেতন আদায়ের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা ইপিজেডের এ ওয়ান (বিডি) লিমিটেডের শ্রমিকরা।  

বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু করেন শ্রমিকরা।

 

১১ মাসের পাওনা পরিশোধ, কারখানা খুলে দেওয়া ও শ্রমিক নির্যাতনের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে কয়েক শতাধিক পোশাক শ্রমিক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।  

পুরুষ-নারী শ্রমিকরা প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে দাবি আদায়ে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন। ‘আমার বেতন আমার অধিকার, ভিক্ষা না, আমার ভাইকে মারলো কেন’ ইত্যাদি স্লোগানে দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শ্রমিকরা।  

পোশাক শ্রমিক রুবেল মিয়া বলেন, আমাদের বকেয়া বেতন না দিয়ে হঠাৎ করে কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। আমাদের ১১ মাসের পাওনা বুঝিয়ে দিতে হবে। তারপর কারখানা বন্ধ করেন, আমাদের আপত্তি নেই।  

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
টিএম/এমআরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।