ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইইবির উদ্যোগে মাস্ক বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
আইইবির উদ্যোগে মাস্ক বিতরণ আইইবির উদ্যোগে মাস্ক বিতরণ

ঢাকা: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্রের উদ্যোগে করোনা ভাইরাস মহামারি বিষয়ে সচেতনা এবং সরকারের ঘোষিত ‘নো মাস্ক, নো সার্ভিস’ এর অংশ হিসেবে সাধারণ মানুষকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এ কার্যক্রম শুরু করেন আইইবি ঢাকা কেন্দ্রের নেতারা।

পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন এলাকাসহ আইইবির সারা দেশের কেন্দ্র-উপকেন্দ্রগুলোতেও মাস্ক বিতরণ করা হবে।

মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেন আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী হাবিব আহমদ হালিম (মুরাদ), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সম্পাদক প্রকৌশলী আবু সাঈদ মো. হিরো, কাউন্সিল মেম্বার প্রকৌশলী আলাউদ্দিন আহমেদ, প্রকৌশলী মো. শফিকুল ইসলাম (বিদ্যুৎ), প্রকৌশলী খলিলুর রশিদ, প্রকৌশলী মু. আসগার আলী, প্রকৌশলী আব্দুস সালাম মোল্লা প্রমুখ।

এসময় আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার বলেন, ‘দেশে করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। আবারও কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুও বাড়ছে। ভ্যাকসিন বাজারে আসার আগ পর্যন্ত এ মাস্কই আমাদের সুরক্ষা দেবে। আর যেহেতু সরকার ঘোষণা দিয়েছে ‘নো মাস্ক, নো সার্ভিস’, তাই মানুষ যেন সচেতন হয় সে লক্ষ্যেই আমাদের কার্যক্রম। ’

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এসএমএকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।