ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে শ্রমিকদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে শ্রমিকদের বিক্ষোভ

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর সুগার মিল বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক, কর্মচারী ও আখ চাষিরা।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে চিনিকলের প্রধান ফটকের সামনে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ আঞ্চলিক সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষুদ্ধরা।

পরে সেখানে সমাবেশ করেন শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা।

এতে বক্তব্য দেন, রংপুর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক হোসেন ফটু, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, আখচাষি সমিতির সভাপতি জিন্নাত আলী, সাধারণ সম্পাদক ধলু সরকার প্রমুখ।  

বক্তারা অবিলম্বে রাষ্ট্রায়ত্ত সব চিনিকল বন্ধে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করে আখচাষি ও শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন দেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির মাধ্যমে রেলপথ ও রাজপথ অচল করে দেওয়া হবে বলে ঘোষণা করেন তারা।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।