ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পশ্চিমাঞ্চল রেলওয়ের সেবা সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
পশ্চিমাঞ্চল রেলওয়ের সেবা সপ্তাহ শুরু

রাজশাহী: ‘আমাদের সাধনা—সেবা নিরাপত্তা ও সময়ানুবর্তিতা’ এই স্লোগান নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ।

এ সময় বক্তারা বলেন, এক সময় রেল লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। কিন্তু এখন সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে লোকসান কাটিয়ে উঠছে। রেলের সেবার মান আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।