ঢাকা: কবি সৈয়দ মোনাব্বির আহমেদ তননের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন কবি-সাহিত্যিকরা।
শুক্রবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে হত্যার বিচার দাবিতে কবি তনন মঞ্চের ব্যানারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে তনন মঞ্চের আহ্বায়ক এ বি এম সোহেল রশিদ বলেন, প্রভাবশালীদের মদদে বর্বরোচিত ঘটনার মাধ্যমে কলম সৈনিক তননকে হত্যা করা হয়েছে। এভাবে বুদ্ধিবৃত্তিক চর্চা কখনো দমিয়ে রাখা যায় না।
মঞ্চের সদস্য সচিব মোসলেহ উদ্দিন বলেন, গ্রামের প্রভাবশালী চক্র খালের পানি প্রবাহ জোর করে বন্ধ করে দিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করে আসছিল। কবি তনন এর প্রতিবাদ জানান এবং কৃষকদের পাশে দাঁড়ান। এ কারণে দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্র দিয়ে প্রকাশ্য দিবালোকে তাকে হত্যা করে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন কবি শরীফ সাকী, কাজী সাব্বির, বেল্লাল হাওলাদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
ডিএন/এমজেএফ