ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
ভোলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন ভোলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক  দিবস পালন

ভোলা: নানা আয়োজনে ভোলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয়েছে।  

ভোলা জেলা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (০৫ ডিসেম্বর) দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে শহরে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক শেষে ভোলা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রধান স্বেচ্ছাসেক শিমুল চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- নাগরিক কমিটির সভাপতি মো. আবু তাহের, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক আবিদুল আলম, জেলা ছাত্র লীগ নেতা তৈয়বুর রহমান, রেডক্রিসেন্ট যুব কমান্ডার আদিল হোসেন তপু, উপজেলা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের প্রধান স্বেচ্ছাসেবক অমিতাভ রাজন, সংগঠনের সহসভাপতি জালাল আকবরী শিবলী প্রমুখ।

বক্তারা বলেন, সব মানুষকে সেচ্ছা শ্রমে মানবিক উন্নয়নে কাজ করতে এগিয়ে আসা প্রয়োজন। শিশু বয়স থেকেই শিশুদের সেচ্ছাসেবক হিসেবে সামাজিক কাজে সম্পৃক্ত করতে হবে। তাই এই দিবসটির গুরুত্ব অপরিসিম।  

অপরদিকে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির আয়োজনেও দিবসটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।