ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নভেম্বরে ৪১৭টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৯ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
নভেম্বরে ৪১৭টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৯ জন

ঢাকা: নভেম্বর মাসে দেশে ৪১৭টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৩৯ জন। এসময় আহত হয়েছেন আরও ৬৮২ জন।

নিহতের মধ্যে নারী ৬৪ জন এবং শিশু ৫৩ জন। এগুলোর মধ্যে এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় সবথেকে বেশি প্রাণহানি ঘটেছে। ১২৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪১ জন।

এই মাসে চারটি নৌ-দুর্ঘটনায় তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন। এছাড়া ২৯টি রেলপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩২ জন এবং আহত হয়েছেন সাতজন।

শনিবার (৫ ডিসেম্বর) রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংগঠনটি সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে।

দুর্ঘটনায় ১১৬ জন পথচারী নিহত হয়েছেন। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪৯ জন। এছাড়া দুর্ঘটনায় বাস যাত্রী ৩০ জন, ট্রাক যাত্রী আটজন, পিকআপ যাত্রী ১১ জন, মাইক্রোবাস যাত্রী চারজন, এ্যাম্বুলেন্স যাত্রী নয়জন, ট্রলি যাত্রী দুইজন, লরি যাত্রী তিনজন, সিএনজি যাত্রী ১২ জন, ইজিবাইক-অটোরিকশা যাত্রী ৬২ জন, নসিমন-ভটভটি-টেম্পু যাত্রী ২৮ জন, বাই-সাইকেল আরোহী দুইজন, রিকশা-রিকশাভ্যান যাত্রী ছয়জন, স্কুলভ্যান যাত্রী দুইজন এবং পাওয়ারটিলার-আলগামন যাত্রী তিনজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পুলিশ সদস্য, আনসার সদস্য, স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক, প্রতিবন্ধি, পল্লী বিদ্যুতের আঞ্চলিক পরিচালক, এনজিও কর্মকর্তা-কর্মচারী, পোশাক শ্রমিক, স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যবসায়ী, স্থানীয় রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছেন।

দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এই বিভাগে ১১১টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৮ জন। সবচেয়ে কম সিলেট বিভাগে। সেখানে ২২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪ জন। একক জেলা হিসেবে ঢাকা জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ জেলায় ২৬ টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম ভোলা জেলায়। সেখানে তিনটি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

এর আগে গত সেপ্টেম্বর মাসে দেশে ২৭৩টি সড়ক দুর্ঘটনায় ৩০৪ জন নিহত এবং ৪৯২ জন আহত হয়। নিহতের মধ্যে নারী ৫৭ জন্য এবং শিশু ছিল ৩৮ জন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।