ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক পাটুরিয়া ঘাট

মানিকগঞ্জ: কুয়াশার ঘনত্ব কমে আসায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ফেরি চলাচলের তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।

তিনি আরো বলেন, হঠাৎ করে সকাল সোয়া ৭টার দিকে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায় এজন্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় দুটি ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন বোঝাই অবস্থায় নোঙর করতে বাধ্য হয়। কুয়াশার ঘনত্ব কমে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এবং মাঝ নদীতে নোঙর করে রাখা ফেরি তীরে ফিরে এসেছে। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন নৌপথ পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।