পঞ্চগড়: পঞ্চগড় চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা। টানা ছয়দিন ধরে অব্যাহত রয়েছে এই বিক্ষোভ।
রোববার (০৬ ডিসেম্বর) দুপুরে চিনিকলটির প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে চিনিকল চত্বরে ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে করেন।
এতে পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নবী হোসেনসহ শ্রমিক-কর্মচারীরা বক্তব্য রাখেন।
পঞ্চগড় চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে শ্রমিক-কর্মচারীদের তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করে কলটি চালু রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, অন্য কর্মসংস্থান না থাকায় চিনিকল বন্ধ হয়ে গেলে মানবেতর জীবন-যাপন করতে হবে আমাদের। অবিলম্বে পঞ্চগড় চিনিকলটি চালু করা না হলে কর্মসূচি অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এসআরএস