ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তুরস্কের সহায়তায় আতাতুর্কের ভাস্কর্য কোথায়, সিদ্ধান্ত হয়নি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
তুরস্কের সহায়তায় আতাতুর্কের ভাস্কর্য কোথায়, সিদ্ধান্ত হয়নি বৈঠক/ ছবি: বাংলানিউজ

ঢাকা: তুরস্কের সহায়তায় ঢাকায় কবে এবং কোথায় কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপন করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, এটা দ্বিপাক্ষিক আলোচনার পরই বাস্তবায়ন করা হবে।

রোববার (০৬ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সম্প্রতি তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে জানিয়েছিলেন- মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর ও ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তুরস্কের সহায়তায় সিটি করপোরেশনের অধীনে ঢাকায় কোথায় এবং কবে আতাতুর্কের ভাস্কর্য স্থাপন করা হবে- এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, এ বিষয়টা প্রস্তাব আকারে এসেছে। এ তথ্যটা আমারও জানা আছে। এটার বিষয়ে বাইলেটারাল (দ্বিপাক্ষিক) অফিসিয়াল ডিসিশন নেওয়ার পরেই এটা বস্তবায়ন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এমআইএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।