ঢাকা: সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে ২০২০-২০২২ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
রোববার (৬ ডিসেম্বর) পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটির সহ-সভাপতি পদে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আমানউল্লাহ, যুগ্ম-সম্পাদক পদে নির্বাহী প্রকৌশলী মো. রুকুনুজ্জামান ও নির্বাহী প্রকৌশলী সৈয়দ হালিমুর রহমান (সেজান), সাংগঠনিক সম্পাদক পদে উপ-বিভাগীয় প্রকৌশলী শুভ্র দাস নির্বাচিত হয়েছেন।
প্রথমবারের মত অনলাইনে অনুষ্ঠিত সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির এ নির্বাচনে রেকর্ড ৮৩ শতাংশ সদস্য প্রকৌশলী স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন। এর পূর্বে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন ও ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম ও সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেন।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
টিএম/এফএম