সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থেকে ৩০০ গ্রাম হেরোইনস তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা।
রোববার (০৬ ডিসেম্বর) বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহসড়কে সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন- রাজশাহীর গোদাগাড়ী থানার কাকনহাট গ্রামের মো. মুনসুরের ছেলে শরিফুল ইসলাম (৩৫), চাঁপাইনবাবগঞ্জ সদরের আলীনগর গ্রামের নওশের আলীর ছেলে বিল্লাল হোসেন (২৬) ও একই গ্রামের মুনসুর আলীর ছেলে মো. হাসান আলী (২০)।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মো. মশিউর।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত চড়িয়া কান্দিপাড়ায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।
এ সময় মালবাহী একটি ট্রাক থেকে ৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। মাদক বহনের ট্রাকটিও জব্দ করা হয়েছে। এসব হেরোইন পাচারের অভিযোগে ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ ব্যাপারে আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এসআরএস