সিলেট: সিলেটে ১৪ রোহিঙ্গাসহ মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
রোববার (৬ ডিসেম্বর) সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে তাদের আটক করা হয়।
তিনি বলেন, র্যাবের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের হুমায়ুন রশীদ চত্বর থেকে তাদের আটক করে। আটকদের মধ্যে দুই নারী রয়েছেন। তাদের কাছ থেকে ইন্ডিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৪টি আইডি কার্ড জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র্যাবকে জানায়, তারা ভারত থেকে দুই মানবপাচারকারীর মাধ্যমে সিলেট সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। তাদের উদ্দেশ্য ছিলো কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া। বর্তমানে দুই মানবপাচারকারী ও ১৪ রোহিঙ্গা র্যাব হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোহিঙ্গাদের নিজ ক্যাম্পে এবং দুই মানবপাচারকারীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এনইউ/ওএইচ/