ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় লঞ্চের ধাক্কায় জেলে নিখোঁজ, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
ভোলায় লঞ্চের ধাক্কায় জেলে নিখোঁজ, আহত ৩

ভোলা: ভোলার তজুমদ্দিনের মেঘনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবে আল আমিন (৩০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার চৌমুহনী লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন রাকিব, মোশারেফ ও আলাউদ্দিন। তাদের তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিখোঁজ আল আমিন উপজেলার সোনাপুর ইউনিয়নের লোকমান হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে হাতিয়া-ঢাকা রুটের একটি যাত্রীবাহী লঞ্চ তজুমদ্দিনের চৌমুহনী লঞ্চঘাটে নোঙর দিয়ে যাত্রী ওঠা-নামা করিয়ে ফেরার পথে একটি জেলে নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এতে জেলে নৌকাটি ডুবে গিয়ে সব জেলে নদীতে পড়ে একজন নিখোঁজ হন। আহত হন ৩ জন জেলে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। রাত ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।