ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ১৮ ডিসেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ১৮ ডিসেম্বর

ঢাকা: প্রতিবছর ১৮ ডিসেম্বরকে ‘জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সে এ বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ প্রস্তাব দিয়ে বলেছে ১৮ ডিসেম্বর সারা পৃথিবীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়। ১৭৩টি দেশে আমাদের এক কোটি ২০ লাখ অভিবাসী আছেন, তারা কাজ করছেন। ১৮ বিলিয়ন ডলার এরইমধ্যে পাঠিয়েছেন।

দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন/পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত পরিপত্রের 'গ' ক্রমিকে অন্তর্ভুক্তিকরণের প্রস্তাবও অনুমোদন পেয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, এটা আন্তর্জাতিকভাবে আইওএম’র তত্ত্বাবধানে যেহেতু পালন করা হয় আমাদের এখানে ‘গ’ শ্রেণির দিবস হিসেবে এটা একসেপ্ট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।