ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করোনাকালে শ্রমিকরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
করোনাকালে শ্রমিকরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত

ঢাকা: করোনাকালে শ্রমিকরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তারা চাকরি হারিয়েছে, তাদের আয় ও প্রকৃত মজুরি কমেছে।

সর্বোপরি আমলারা ব্যক্তি মালিকদের মতোই দায়িত্বহীনভাবে করোনাকালে পাটকল-চিনিকল বন্ধ করে শ্রমিকদের কর্মহীন করেছে। অথচ রাষ্ট্রের অর্থনীতির উন্নয়নের প্রধান ভিত্তি হচ্ছে এই শ্রমিকদের সস্তা শ্রম।  

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের জাসদ কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে সম্প্রতি মৃত্যুবরণকারী শ্রমিক নেতাদের স্মরণে আয়োজিত শোকসভায় একথা বলেন নেতারা।

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এ শোকসভার আয়োজন করে।

স্কপের যুগ্ম সমন্বয়কারী শ্রমিক নেতা ফজলুল হক মন্টু, স্কপ নেতা শুক্কুর মাহমুদ, আব্দুল মুকিত খান, জাফরুল হাসান, সফিউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খান, ইসরাফিল আলমসহ মৃত্যুবরণকারী শ্রমিক নেতাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) বর্তমান যুগ্ম সমন্বয়ক শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরী শোকসভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক নঈমুল আহসান জুয়েল।

শোকসভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরি আশিকুল আলম, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আক্তার চৌধুরী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারন সম্পাদক আহসান হাবিব বুলবুল, জাতীয় শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি হিমাংশু সাহা, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সহ-সভাপতি নুর মোহাম্মদ আকন্দ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

শ্রমিক নেতারা আরও বলেন, শোককে শক্তিতে পরিণত করে করোনাকালে শ্রমিকদের চাকরি, আয় ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আন্দোলন বেগবান করতে হবে। রাষ্ট্রীয় শিল্প কারখানা  বেসরকারিকরণ প্রতিরোধ করতে হবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে শক্তিশালী করার মাধ্যমেই আমরা প্রয়াত শ্রমিক নেতাদের প্রতি প্রকৃত সম্মান জানাতে পারবো।

বাংলাদেশ সময়: ২১০৫  ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।