রাবি: কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য মঞ্চের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক। যারা বঙ্গবন্ধুর কৃতিত্বকে অস্বীকার করে তারা দেশদ্রোহী। যারা ভাস্কর্য ভাঙচুর করেছে ও ইন্ধন যোগাচ্ছে তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র, সমাজকর্ম বিভাগের অধ্যাপক রবিউল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুনসহ অর্ধশতাধিক ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
আরএ