ব্রাহ্মণবাড়িয়া: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, ‘ভাস্কর্য একটি শিল্প। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বহু ইসলামী রাষ্ট্রেই ভাস্কর্যের প্রচলন রয়েছে।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে শহরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘কিন্তু সম্প্রতি বাংলাদেশে একটি গোষ্ঠী সাধারণ মানুষকে ভাস্কর্যের বিষয়ে বিভ্রান্ত করছে। এ মহল থেকে সবাইকে সচেতন থাকতে হবে। ’
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবিরসহ অনেকে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
এসআই