রাজশাহী: আগামী ২১ ফেব্রুয়ারির আগেই রাজশাহীতে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবি জানানো হয়েছে। এই দাবিতে রাজশাহীতে প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক, সামজিক, পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠন মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
এরই মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা তাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন। তারা নিজ নিজ পদাধিকার বলে এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন।
এদিকে মঙ্গলবার (৮ ডিসেম্বর) মানববন্ধন কর্মসূচি পালন করেছে- সম্মিলিত সাংস্কৃতিক জোট। দুপুরে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী শাখার সভাপতি ভাষা সৈনিক আবুল হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার দাবিতে শহীদদের স্মরণে রাজশাহীতেই দেশের প্রথম শহীদ মিনার নির্মিত হয়। ভাষা আন্দোলনে রাজশাহীর গৌরব উজ্জল ইতিহাস থাকলেও এতদিনেও কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয়নি।
তাই আগামী ২১ ফেব্রুয়ারি মধ্যেই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত স্থানে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ দেখতে চাই। এটি আমাদের প্রাণের দাবি। রাজশাহীর সর্বস্তরের জনসাধারণের দাবি।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত সময়ের মধ্যে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে যথাযথ পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য দেন মহানগরের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী শাখার সাধারণ সম্পাদক দিলিপ কুমার ঘোষ, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামারুল্লাহ সরকার, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন, ঋতিক ঘটক ফ্লিম সোসাইটির সভাপতি ডা. এফএম এ জাহিদ।
মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ সঞ্চালনা করেন মহানগর সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
এসএস/এমএমএস