মাদারীপুর: ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, রাত সাড়ে ১০টার পরে কুয়াশার মাত্রা বেড়ে গেলে নৌরুটের দিক-নির্দেশনামূলক বাতিগুলো ঝাপসা হয় আসে। ফলে নৌপথে দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। ফলে পৌনে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে বাংলাবাজার থেকে একটি রো রো ফেরি শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেলে ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় নোঙর করে রেখেছে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বাংলানিউজজেক বলেন, ঘন কুয়াশায় নৌপথ ছেয়ে আছে। সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। যার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এসআরএস