মাদারীপুর: ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে ঘন কুয়াশার কারণে দিনগত রাত পৌনে ১১টা থেকে সব ফেরি চলাচল বন্ধ ছিল।
ঘাট সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে প্রচুর কুয়াশা পড়ায় পদ্মার দিকনির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশা কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু করে। মাঝ পদ্মায় নোঙর করে রাখা ফেরিও গন্তব্যে পৌঁছায়।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, বর্তমানে এ নৌরুটে তিনটি রোরো ফেরিসহ মোট ১২টি ফেরি চলাচল করছে। ঘন কুয়াশার কারণে নৌযান চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা বেড়েছে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করে।
বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
আরবি