ঢাকা বিশ্ববিদ্যালয়: সারাদেশে কোমলমতি শিক্ষার্থীদের বলাৎকারের ঘটনাগুলোর তথ্যচিত্র প্রদর্শনী করছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
বুধবার (৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, ডিজিটাল ব্যানারে প্রিন্ট করা বিভিন্ন সময়ে বলাৎকারের ঘটনায় আটক শিক্ষকদের ছবি প্রদর্শিত হচ্ছে। বড় ব্যনারে লেখা হয়েছে, ‘সমগ্র দেশে ত এক মাসে প্রায় ৪০ জন মাদ্রাসার শিক্ষার্থী বলাৎকার ও দু’জনের মৃত্যুর বিষয়ে নীরবতাই প্রমাণ করে ধর্ম ব্যবসায়ী মামুনুল-ফয়জুল গংরা সমর্থনদাতা। ’ এছাড়া বলাৎকার ইস্যুতে আলেম সমাজ চুপ কেন? এ প্রশ্নও তোলা হয়।
মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বাংলানিউজকে বলেন, তথ্যচিত্র প্রদর্শনী সন্ধ্যা ছয়টা পর্যযন্ত চলবে। আমাদের দাবি হচ্ছে বলাৎকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এসকেবি/এএ