ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চ থুন উ রাখাইন আর নেই 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
চ থুন উ রাখাইন আর নেই  চ থুন উ রাখাইন

কক্সবাজার: ইন্দোনেশিয়ান দূতাবাসের সাবেক প্রেস অফিসার ও কক্সবাজারের রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক চ থুন উ রাখাইন আর নেই।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দিনগত রাত ২টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে হাইটুপি গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর একটায় ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে স্থানীয় রাখাইন শ্মশান প্রাঙ্গণে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

ম্রাছা থোয়াইন রাখাইনের ছেলে চ থুন উ রাখাইন ইন্দোনেশিয়ান দূতাবাস ছাড়াও কর্মজীবনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করেন।  

সর্বশেষ মৃত্যুর আগ পর্যন্ত তিনি রামুর ঐহিত্যবাহী চেরাংঘাটা উসাইসেন বৌদ্ধ বিহার (বড় ক্যাং) পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এসবি/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।