ঢাকা: ভাষা আন্দোলনে শহীদ রফিকের জন্মস্থান ও তার গ্রামের বাড়িতে স্থাপিত শহীদ মিনার রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে শহীদ রফিক উদ্দিন আহমেদ স্মৃতি পরিষদ।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রউফ বলেন, সরকার শহীদ রফিক ও তার পরিবারের জমির উপর একটি শহীদ মিনার স্থাপন করে দেয়। ২০১০ সালে এ শহীদ মিনারের জন্য সরকার ১২ ফুট চওড়া ১৬০ গজ রাস্তা নির্মাণ করে। এখন সরকারকে ব্যবহার করে শহীদ রফিকের বাড়ি ও শহীদ মিনারের রাস্তা বন্ধ করে একটি গুচ্ছগ্রাম স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। গুচ্ছগ্রাম স্থাপন না করার জন্য ইউএনও ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেও কোনো লাভ হয়নি।
সংগঠনের উপদেষ্টা মেজবাহুর রহমান চৌধুরী বলেন, আমরা গুচ্ছগ্রামের বিরুদ্ধে নই। আমরা চাই সেটি শহীদ রফিকের শহীদ মিনার সংলগ্ন না হয়ে অন্যপাশে করা হোক।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শহীদ রফিক উদ্দিন আহমেদ স্মৃতি পরিষদের সভাপতি মো. খোরশেদ আলম।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
ডিএন/এএ