বরিশাল: বিড়ালের বাচ্চা নিয়ে বাক-বিতাণ্ডায় ৬০ বছরের এক বৃদ্ধ খুন হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজন সূত্রে জানা গেছে, হাজীখালী গ্রামের খান বাড়ির বাসিন্দা আলতাফ খানের ভাইয়ের স্ত্রী মরিয়ম বেগমের ঘরে প্রতিবেশী অন্য কারও ঘর থেকে একটি বিড়ালের বাচ্চা আসে। ওই বাচ্চাটি নিজের বলে দাবি করেন মরিয়মের সাত বছর বয়সী শিশুপুত্র।
অপরদিকে বিড়ালের বাচ্চাটি দেখে পছন্দ হয় আলতাফ খানের আট বছর বয়সী ছেলের। তিনিও বিড়ালের বাচ্চাটি নিজের বলে দাবি করেন।
এ নিয়ে ওই দুই শিশুর মধ্যে বিরোধ দেখা দিলে আলতাফের শিশুপুত্র মরিয়মের ছেলেকে ঘুষি মারে। ঘটনা দেখে মরিয়ম আলতাফের ছেলেকে শাসিয়ে একটি থাপ্পড় দেন। এই ঘটনা দেখে প্রতিবাদ জানান মরিয়মের ভাসুর আলতাফ খান।
এ নিয়ে মরিয়ম ও আলতাফ খানের মধ্যে সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে ঝগড়া হয়। ঝগড়ার জের ধরে পরের দিন মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে মরিয়ম ও আলতাফ খানের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তখন মরিয়ম তার ভাসুর আলতাফ খানকে উঠানে পড়ে থাকা একটি কোদাল দিয়ে আঘাত করেন। আঘাতে আলতাফ খানের মাথা ফেটে যায়।
শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম স্বজনদের বরাত দিয়ে জানান, আহত আলতাফকে প্রথমে পটুয়াখালী জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিন বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। দুইদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন আলতাফ খান।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ জানান, খবর পেয়ে আমি নিহতের বাড়িতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মারামারির ঘটনার পর অভিযুক্ত মরিয়ম পলাতক রয়েছেন। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
শেবাচিম হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
এমএস/এএটি