ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে ৪ লাখ ২৯ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
ফেনীতে ৪ লাখ ২৯ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে সাংবাদিক সম্মেলনে অতিথিরা

ফেনী: ফেনীতে এক হাজার ২০২টি কমিউনিটি টিকাদান কেন্দ্রে চার লাখ ২৯ হাজার ১৪ জন শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ।  

শনিবার (১২ ডিসেম্বর) সকালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

এতে জানানো হয়, টিকাদান ক্যাম্পেইন চলবে ১২ ডিসেম্বর থেকে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। এবার ছয় সপ্তাহব্যাপী নয় মাস থেকে ১০ বছর কম বয়সী সব শিশুকে টিকা দেওয়া হবে।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ফেনীর সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জমান। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি কম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, ডা. নিশাদ নাজনীন ডাব্লিউএইচও, ফেনী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী, ফেনী পৌর সভার মেডিক্যাল অফিসার কৃষ্ণপদ সাহা।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।