ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা (ভিডিও)

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
পঞ্চগড়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা (ভিডিও)

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুর রহমান প্রধান সুলতান স্মরণে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাকোয়া ইউনিয়নের ধারাইখুরি মাঠে এই গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতায় পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও বগুড়া জেলার ১০০ জন ঘোড়শোয়ার নিজ নিজ ঘোড়া নিয়ে ৬ পর্বের প্রতিযোগিতায় অংশ নেন।

চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় বগুড়া জেলার লেবু হোসেন প্রথম, পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচ পীরের লাঠু হোসেন দ্বিতীয় ও দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের রনি মিয়া তৃতীয় স্থান অধিকার করেন।

বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুর রহমান প্রধান সুলতানের স্ত্রী পঞ্চগড় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিনা প্রধান খেলা শেষে বিজয়ী ও খেলায় অংশ গ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ প্রধান, জাকির হোসেন, হাফিজুর রহমান, বুলেট ইসলামসহ হাজার হাজার দর্শক মাঠের চারপাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।