নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রামারবাগে সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
নিহতরা হলেন- রামারবাগ এলাকার মামুনের ছেলে জিসান (৯) ও পোশাক শ্রমিক রাজ্জাক (৩২)। আহতরা হলেন- একই এলাকার পিয়ার আলীর ছেলে সাকিব (১০) ও খাইরুলের স্ত্রী সাইদা বেগম (৩৫)।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রামারবাগ এলাকায় সোলায়মান ও সাইদ মিয়ার বাড়িতে ওই দুর্ঘটনা ঘটে।
বাড়িওয়ালা সাইদের স্ত্রী আঁখি আক্তার বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১০ টায় বিকট শব্দে বাড়ির নিচ তলার ডান পাশের একটি রুমের নিচে সেপটিক ট্যাংক বিস্ফোরণ ঘটে। ট্যাংকের উপরের অংশ ভেঙে চুরমার হয়ে গেছে এবং রুমের দেয়াল ও দরজা ভেঙে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর বাড়ির পাশের সড়কের গলি দিয়ে চলাচলরত পথচারীরা হতাহত হয়। আহতদের তাৎক্ষণিকভাবে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক জানান, আহতদের মধ্যে এক শিশুসহ দুজন নিহত হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে এক নারীসহ দুইজন।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
ওএইচ/