ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেঘনায় নিখোঁজ মাঝির সন্ধান মিলেনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
মেঘনায় নিখোঁজ মাঝির সন্ধান মিলেনি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের মেঘনা নদীতে ডুবে নিখোঁজ হওয়া আবু হানিফা (৬০) নামের এক মাঝির সন্ধান মিলেনি।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) আড়াইহাজারের খাগকান্দার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল হাকিম আজাদ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (২১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আবু হানিফার নৌকা ভাড়া নিয়ে দুই জন লোক বিশনন্দী এলাকায় মেঘনা নদীতে মাছ ধরতে যায়। কিছুক্ষণ যাওয়ার পরপরই বড় একটি ট্রলার মাছ ধরার নৌকাটিকে ধাক্কা দিলে মাঝি আবু হানিফা নদীতে পড়ে যায়। এরপর তারা নিজেরাই খুঁজতে থাকেন। না পেয়ে মঙ্গলবার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস দিনভর চেষ্টা চালায়। পরে বিকেলে ডুবুরি দিয়েও নিখোঁজ আবু হানিফার সন্ধান পায়নি। তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ধাক্কা দিয়ে ট্রলারটি পালিয়ে যায়।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শাহজাহান জানান, আমারা নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।