ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা ঘটনায় আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা শেখ সফিকুল ইসলাম।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সাতক্ষীরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের আদালতে সাক্ষ্য দেন তিনি।

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরাও করেন। এ মামলায় এখন পর্যন্ত মোট ২০ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে।

এদিকে মামলাটি যুক্তিতর্কের জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে ২৯ ডিসেম্বর।

মঙ্গলবার আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা ও সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।  

অপরদিকে, আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজামসহ কয়েকজন।

গণধর্ষণের শিকার এক নারীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় যান বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। সড়ক পথে ঢাকায় ফেরার পথে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে তিনি অক্ষত থাকলেও তার সফরসঙ্গীদের কয়েকজন আহত হন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।