ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবপুরে বাসচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
শিবপুরে বাসচাপায় পথচারী নিহত প্রতীকী

নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেক এলাকায় বাসচাপায় ফাতেমা বেগম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফাতেমা একই উপজেলার খড়িয়া গ্রামের মেজবাহ উদ্দিনের স্ত্রী।  

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা নূর হায়দার তালুকদার বাংলানিউজকে জানান, দুপুরের দিকে ফাতেমা তার মেয়ের বাড়ি থেকে কামারটেক হয়ে শিবপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতিতে অপর একটি গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে পথচারী ফাতেমাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা বেলাব উপজেলা বারৈচা এলাকায় ঘাতক বাসটি জব্দ করে। তবে তবে চালক পালিয়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করাসহ ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।