রাজশাহী: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মুখে মাস্ক ব্যবহার না করায় রাজশাহী মহানগরে সাতজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় সাতজনকে ২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে মহানগরের সাহেব বাজার জিরোপয়েন্ট, সোনাদীঘি মনিচত্বর ও বড়কুঠি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার সময় স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় সাতজনকে অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদের সতর্ক করে দেওয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এসএস/এমজেএফ