সাভার (ঢাকা): সাভার ও ধামরাইয়ের পৃথক দুইটি ঘটনায় হাসপাতাল থেকে নারীসহ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এরআগে, মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে সাভারের বিনোদবাইদ এলাকায় ঝুলন্ত অবস্থায় থাকা কাকলী (২৬) নামে এক নারীকে এনাম মেডিক্যালে আনা হয়। গত ২১ ডিসেম্বর ধামরাইয়ের সুয়াপুর রৌহা সড়কে পড়ে থাকা বিপ্লব দাস (১০) নামে একটি শিশুকে একই মেডিক্যালে আনা হয়। পরে বুধবার সকালে দুইজনেরই মৃত্যু হয়।
নিহত নারী কাকলী বেগম আসাদ নামে এক ব্যক্তির স্ত্রী-শিশু বিপ্লব দাস ধামরাইয়ের সুয়াপুর এলাকার কার্তিক মনি দাসের ছেলে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বাংলানিউজকে জানান, রাতে সাভারের বিনোদবাইদ এলাকার একটি ভাড়া বাড়িতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা কাকলী বেগমকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, গত ২১ ডিসেম্বর ধামরাইয়ের সুয়াপুর রৌহা সড়কে অজ্ঞান অবস্থায় শিশু বিপ্লব দাসকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বুধবার সকাল চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এনটি