সাতক্ষীরা: ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ২০ ভরি ওজনের দুই পিস স্বর্ণের বারসহ ইয়াছিন হোসেন (৩২) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক ইয়াছিন হোসেন সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষীদাড়ি গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে।
বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের জন্য ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকায় আনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপি’র টহলরত সদস্যরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২০ ভরি ওজনের ২ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারী ইয়াছিন গাজীকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকা।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, এ ঘটনায় আটক চোরাচালানীর বিরুদ্ধে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এনটি