ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএসএমএমইউ হাসপাতালের নতুন পরিচালক নজরুল ইসলাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
বিএসএমএমইউ হাসপাতালের নতুন পরিচালক নজরুল ইসলাম

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নতুন পরিচালক নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান।

বুধবার (২৩ ডিসেম্বর) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

অপর আদেশে তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার মো. ওয়ারেছ হোসেনকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

আরেক আদেশে উত্তরার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) আবু বাক্কার ছিদ্দিককে বাংলাদেশ ইন্সুরেন্স সেক্টর ডেভেলপ প্রজেক্টের (বিআইএসডিপি) প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এমআইএইচ/এজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।