ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পারটেক্স গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে আম্বার গ্রুপের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
পারটেক্স গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে আম্বার গ্রুপের শোক আটক আবু বাক্কার ও ইনসাটে উদ্ধার হওয়া হেরোইন।

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেমের মৃত্যুতে আম্বার গ্রুপের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল।  

এক শোকবার্তায় তিনি বলেন, এম এ হাশেম একজন সফল উদ্যোক্তা হিসেবে দেশের ব্যবসা বাণিজ্য এবং শিল্প উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

তার হাতেগড়া বিভিন্ন প্রতিষ্ঠানে হাজারো মানুষের কর্মসংস্থান এবং আর্থসামাজিক উন্নয়নে অবদান তাকে এ প্রজন্মের উদ্যোক্তাদের অনুপ্রেরণা হিসেবে বাঁচিয়ে রাখবে।

শোক বার্তায় শওকত আজিজ রাসেল বলেন, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম ছিলেন একজন প্রকৃত ব্যবসায়ী। বিশিষ্ট এই শিল্পপতির মৃত্যুতে দেশের ব্যবসাখাত একজন গুরুত্বপূর্ণ অভিভাবককে হারালো, যার শূন্যতা সহসাই পূরণ হবার নয়।

শওকত আজিজ রাসেল তার শোকবার্তায় এম এ হাশেমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেম।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।