ঢাকা: যে শিল্পকলায় তার ছিলো নিত্য পথচলা, সেখানে তিনি এলেন নিথর দেহে। সহকর্মী নাট্যবন্ধুদের ফুলেল শ্রদ্ধা আর অশ্রুতে সিক্ত হয়ে চিরঘুমে শায়িত হতে জন্মস্থান সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন মান্নান হীরা।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মান্নান হীরা মরদেহ নিয়ে আসা শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে। সেখানে অগ্রজ, অনুজ নাট্যকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন মান্নান হীরার প্রতি।
বাংলাদেশ পথনাটক পরিষদের ব্যবস্থাপনায় মান্নান হীরার শেষ শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। এসময় মান্নান হীরার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, ম হামিদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী, নাট্যাভিনেতা সালাউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরী, নাট্যকার মাসুম রেজা, গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, শিল্পকলা একাডেমি, বাংলাদেশ টেলিভিশন, ডিরেক্টরস গিল্ড, উদীচী শিল্পীগোষ্ঠী, গণসঙ্গীত সমন্বয় পরিষদ, আরণ্যক নাট্যদল, টেলিভিশন নাট্যকার সংঘ, শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়ন, ঢাকা থিয়েটার মঞ্চ, থিয়েটার, নাগরিক নাট্য সম্প্রদায়, ঢাকা পদাতিক, দনিয়া সাংস্কৃতিক জোট, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, কণ্ঠশীলন, সময় নাট্যদল, মহাকাল নাট্য সম্প্রদায়, থিয়েটার আর্ট ইউনিট, দৃষ্টিপাত নাট্য সম্প্রদায়, বাংলাদেশ পুলিশ নাট্যদল, কোয়ান্টাম ফাউন্ডেশন, প্রাচ্যনাটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে শিল্পকলা একাডেমি মসজিদে মান্নান হীরার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহবাহী গাড়ি রওয়ানা হয়েছে সিরাজগঞ্জের উদ্দেশ্যে।
বুধবার (২৩ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন নাট্যজন মান্নান হীরা।
বাংলাদেশ সময় ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
ডিএন/এএটি