ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
চাঁদপুরে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

চাঁদপুর: ‘নির্বাচনী অঙ্গীকারে ডিজিটাল হলো দেশ, মুজিববর্ষে ই-পাসপোর্ট ধন্য বাংলাদেশ’ এ স্লোগানে চাঁদপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) কার্যক্রম উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ছয় জেলার কার্যক্রম ভার্চ্যুয়াল পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের পরিচালক মো. সাইদুল ইসলাম, ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা লে. কর্নেল রাইয়ান তারিক, উপ-সহকারী পরিচালক মো. ছুফি উল্লাহ ও অধিক্ষক মোহাম্মদ মৃদুল ভুঁইয়া।

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা বলেন, গত ১০ নভেম্বর থেকে চাঁদপুরসহ দেশের সব জেলায় ই-পাসপোর্ট কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছিল
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। তবে নানা সীমাবদ্ধতার কারণে সেই সময়ে তা চালু করা যায়নি। দেরিতে হলেও আজ (বৃহস্পতিবার) চাঁদপুরসহ ছয় জেলায় একযোগে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে।  

ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় সব মেশিন, মালপত্র ও সফটওয়্যার এরই মধ্যে স্থাপন করা হয়েছে। এ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণও দিয়েছে ঢাকা থেকে আসা বিশেষ টিম। আজ থেকেই চাঁদপুর পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট করা যাবে বলে জানান তারা।  

কর্মকর্তারা আরও বলেন, ই-পাসপোর্ট বিভিন্ন ক্যাটাগরির হবে। পাঁচ বছর ও ১০ বছর মেয়াদী এসব পাসপোর্টের বিভিন্ন ধরনের পৃষ্ঠার জন্য ভিন্ন ভিন্ন ফি নির্ধারণ করা হয়েছে। ই-পাসপোর্টের জন্য অন্যান্য কাগজপত্রের পাশাপাশি ফিংগার প্রিন্ট ও আইরিশের ছবি তোলা হবে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।