ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশকে ৮০০ কোটি টাকা সহায়তা দেবে ইইউ-জার্মানি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
বাংলাদেশকে ৮০০ কোটি টাকা সহায়তা দেবে ইইউ-জার্মানি

ঢাকা: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা খাতে ৮শ কোটি টাকা সহায়তা দেবে ইইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জার্মানি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ঢাকার ইউরোপীয় ইউনিয়ন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, তৈরি পোশাক, চামড়া ও ফুটওয়্যার শিল্পখাত খাতের কর্মহারা দুর্দশাগ্রস্ত কর্মীদের জন্য এই অর্থ ব্যয় করা হবে।

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে ইইউ ও জার্মানিযৌথভাবে ১১৩ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার অংশ হিসেবে এই অর্থ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।