রাজশাহী: সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীতে শিল্পাঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
রাসিক মেয়র বলেন, সবাইকে নিয়েই রাজশাহীর উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীতে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে রাজশাহীতে তিনটি শিল্পাঞ্চল গড়ে উঠছে। দ্রুতই কাজ এগিয়ে চলেছে। এক বছরের মধ্যেই এর উন্নয়ন কাজ শেষ হলে সেখানে প্লট বরাদ্দ দেওয়া হবে। আমাদের খেয়াল রাখতে হবে প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেওয়া হয়। এ অঞ্চলকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন মেয়র।
সভায় সভাপতিত্ব করেন বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির সভাপতি ও আধুনিক সিল্ক মিলসের সত্ত্বাধিকারী মো. লিয়াকত আলী। সমিতির নেতারা রাজশাহী ব্যবসাবাণিজ্য প্রসারে বিসিক শিল্প নগরীর সার্ভিস চার্জ কামানো, ওই এলাকার রাস্তার উন্নয়নে সিটি মেয়রের সহযোগিতা কামনা করেন।
এসময় আরও বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মডার্ন ফুড ইন্ডাস্ট্রিজের সত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সমিতির প্রকাশনা সম্পাদক রাজশাহী টেক্সটাইল কমপ্লেক্সের সত্ত্বাধিকারী সৈয়দ আহমেদ জাকি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এসএস/ওএইচ/