কুষ্টিয়া: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে কুষ্টিয়া শহরে পাঁচ রেস্টুরেন্ট মালিককে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে এ জরিমানা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা।
অভিযানকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর গাফফার উজ্জামানসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা বাংলানিউজকে জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের খাবার তৈরি ও রাখার দায়ে মৌবন রেস্টুরেন্টকে ১ লাখ, নবাব বিরিয়ানি হাউজকে ১০ হাজার, হাজী বিরিয়ানি হাউজকে ১০ হাজার, নান্না বিরিয়ানি হাউজকে ২৫ হাজার ও অশোক দধি ভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
এসআরএস